
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মায়ের সাথে অভিমান করে গলায় রশি পেঁচিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামী আত্নহত্যা করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে ওই উপজেলার গোতামারী ইউনিয়নের কুমার পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
মৃতরা হলেন, উপজেলার গোতামারী ইউনিয়নের কুমার পাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে অলি আহমেদ (৩৮) ও তার ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ছকিনা বেগম (৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে অলি আহমেদের মা শরিফা বেগম ও স্ত্রী ছকিনা বেগমের মধ্যে কথাকাটা হয়। পরে অলি আহমেদ বাড়ি এসে বিষয়টি শুনে তার মাকে গালমন্দ করে। যা নিয়ে অলি আহমেদের বৃদ্ধা মা ছেলের বিরুদ্ধে স্থানীয় গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে বিচার দেন। এ খবর শুনে সন্ধ্যায় অলি আহমেদ ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী ছকিনা ঘরের দরজা বন্ধ করে নিজ ঘরে রশিতে ঝুলে আত্নহত্যা করেন।
রাতেও তাদের সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে তাদের দু'জনের ঝুলন্ত লাশ দেখতে পান। স্থানীয়দের খবরে হাতীবান্ধা থানা পুলিশ লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুনবী বলেন, চেয়ারম্যানকে বিচার দেয়ায় মায়ের সাথে অভিমানে তারা দুজনে আত্নহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Comments