
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি খালেদা জিয়াকে আবারও নির্বাচিত করে ক্ষমতায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি মঙ্গলবার লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড মহিলা দলের উঠান বৈঠকে এ প্রতিশ্রুতি দেন।
এ্যানি বলেন, “আমরা খালেদা জিয়াকে এবং তারেক জিয়াকে নির্বাচিত করে ক্ষমতায় ফিরিয়ে আনব। এজন্য আমাদের প্রধান কাজ হবে, মা-বোনদের কেউ ভুল বোঝাতে পারবে না।” তিনি আরও বলেন, “বাংলাদেশের গ্রামের নারীরা কখনো আওয়ামী লীগের সঙ্গে ছিলেন না। খালেদা জিয়াকে সম্মান দিয়েছেন এবং তার গ্রেপ্তারের সময় কষ্ট পেয়েছেন।”
বৈঠকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া, সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু ও জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
Comments