ফিল্মি কায়দায় বিদ্যুৎ কেন্দ্রে ডাকাতি, ৬৫ লাখ টাকার মালামালসহ গ্রেপ্তার ৯

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন একটি বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক সেজে ফিল্মি কায়দায় ৬৫ লাখ টাকার বৈদ্যুতিক সরঞ্জাম লুটের ঘটনায় ডাকাত সর্দারসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় লুণ্ঠিত সকল মালামাল, ডাকাতিতে ব্যবহৃত ট্রাক, দুটি খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে র্যাব-১১ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
ডাকাতির ঘটনা
র্যাব জানায়, গত ২১ সেপ্টেম্বর রাত ৮টার দিকে তিনজন ডাকাত শ্রমিকের পোশাক পরে ফতুল্লার নির্মাণাধীন ডিপিডিসি বিদ্যুৎ সাব-স্টেশনে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে নিরাপত্তা প্রহরী আব্দুল কুদ্দুস মিয়াকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর তাদের ১৫-২০ জন সহযোগী ভেতরে ঢুকে অন্য নিরাপত্তা প্রহরীদেরও অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে এবং একটি কক্ষে আটকে রাখে।
ডাকাত দল রাত ৮টা থেকে ১টা পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টা ধরে সাব-স্টেশন থেকে কন্ডাক্টর ক্যাবল, রিং নেটওয়ার্ক ইউনিট, ট্রান্সফরমার ক্যাবল এবং বিপুল পরিমাণ তামার তারসহ প্রায় ৬৫ লাখ টাকার মূল্যবান সরঞ্জাম একটি ট্রাকে তুলে পালিয়ে যায়।
র্যাবের অভিযান
ঘটনার পর সাব-স্টেশনের দোভাষী মো. সেলিম মিয়া বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর র্যাব-১১ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত নারায়ণগঞ্জ ও ঢাকার ডেমরা, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এতে ডাকাত সর্দার মো. লিটনসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন:ডাকাত সর্দার বাগেরহাটের মো. লিটন (৩৭), ঢাকার ডেমরার আক্তার হোসেন (৪৮), মো. রোমান (৩২), রফিকুল ইসলাম (২৮), সাগর মুন্সি (৩৮), মো. আরিফ (২৬), সাইদুল ইসলাম (৩১), মো. রিয়াজ (৩৮) এবং ভোলার মো. শহিদুল (৪০)।
উদ্ধারকৃত মালামাল
অভিযানে লুণ্ঠিত সকল বৈদ্যুতিক সরঞ্জাম, ডাকাতিতে ব্যবহৃত একটি ট্রাক, দুটি খেলনা পিস্তল, দুটি চাকু এবং একটি চাপাতি উদ্ধার করা হয়।
ডাকাত সর্দারের অপরাধের ইতিহাস
র্যাব অধিনায়ক জানান, চক্রের হোতা মো. লিটনের বিরুদ্ধে ডিএমপিসহ দেশের বিভিন্ন থানায় ৫টি ডাকাতি, ২টি অস্ত্র এবং ১টি মাদক মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে।
আইনি ব্যবস্থা
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র্যাব জানিয়েছে।
এই ঘটনা নারায়ণগঞ্জে নির্মাণাধীন প্রকল্পগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। র্যাব বলছে, এ ধরনের অপরাধ দমনে তারা সবসময় সতর্ক রয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Comments