
চেক প্রত্যাখানের দুইটি মামলায় সাজাপ্রাপ্ত নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমায়েত হুসাইন ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে নড়াইল সদর উপজেলার চাকই বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে সদর থানা-পুলিশ।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, চেয়ারম্যান হিমায়েত হুসাইনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এরমধ্যে তার বিরুদ্ধে এনআই অ্যাক্টের ( নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট) দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। একপর্যায়ে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিছালী ইউনিয়নের চাকই বাজারে অভিযান চালায় সদর থানা-পুলিশের একটি দল। এসময় বাজারের একটি মাছের আড়ৎ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, "এনআই অ্যাক্টের দুটি মামলা গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত আসামি হিমায়েত হুসাইনকে গ্রেপ্তার করা হয়েছে৷আজ তাঁকে আদালতে সোপর্দ করা হবে।"
হিমায়েত হুসাইন নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। তাছাড়া এ বছর ২ ফেব্রুয়ারি কেন্দ্র ঘোষিত নড়াইল জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটিতে তাঁকে আহ্বায়ক করা হয়েছিল। তবে নানা আলোচনা-সমালোচনার মুখে একদিন পরেই ওই কমিটি স্থগিত করা হয়।
Comments