
যশোরে ফেন্সিডিল ও বিদেশী মদসহ একজন ভারতীয় নাগরিক এবং এক বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৭ সেপ্টেম্বর) যশোর- নড়াইল মহাসড়কের তারাগঞ্জ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত ভারতীয় নাগরিক ইন্দ্রজিৎ হালদার (৩৮), ও বাংলাদেশী নাগরিক হলেন জাহাঙ্গীর আলম (৩৭)।
বিজিবি জানায়, আটককৃতদের বহন করা ব্যাগে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১২৫ বোতল ফেন্সিডিল, ৪ বোতল বিদেশী মদ, একটি মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে এসব মাদক বাংলাদেশে এনে যশোর হয়ে ঢাকায় পাচারের পরিকল্পনা ছিল।
জব্দকৃত মাদক ও সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৪ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে মাদকদ্রব্যসহ যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, দুর্গাপূজা সামনে রেখে ভারত থেকে মাদক পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের অপরাধ দমনে বিজিবির টহল ও অভিযান আরও জোরদার করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাকারবারীদের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
Comments