Image description

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি নেতা ও মেট্রো গ্রুপ এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম বলেছেন “আমার বিরুদ্ধে প্রকাশিত খবর সত্য প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব।”

শনিবার বিকেলে (২৭ সেপ্টেম্বর) মানবজমিন পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত ‘১১ খলিফার নিয়ন্ত্রণে মির্জা কাদেরের রাজত্ব’ শিরোনামে তার নাম জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বসুরহাটের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে ফখরুল ইসলাম অভিযোগ করে বলেন, প্রকাশিত প্রতিবেদনে সাংবাদিকতার ন্যূনতম মানদণ্ড অনুসরণ করা হয়নি। কোনো তথ্য-প্রমাণ বা নির্ভরযোগ্য সূত্র উপস্থাপন ছাড়াই এস আলমের অর্থ পাচারের সাথে তার সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হয়েছে। অভিযোগ আনার আগে তার সাথে কোনো ধরনের যোগাযোগও করা হয়নি।

তিনি আরও বলেন, প্রতিবেদনের শিরোনাম ও বিষয়বস্তুর মধ্যে কোনো সামঞ্জস্য নেই। মির্জা কাদেরের কোনো কার্যক্রম নিয়ন্ত্রণ করেছেন, এমন প্রমাণও সেখানে নেই। তার দাবি, রিপোর্টার শামীমুল হক তথাকথিত অনুসন্ধানী সাংবাদিকতার নামে ‘হলুদ সাংবাদিকতা’ করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনিসুল হক, আফতাব আহমেদ বাচ্চু, একরামুল হক মিলন, হারুনুর রশীদ ভুঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মহিন উদ্দিন ছোটন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, কৃষক দলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী স্বপনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ব্যারিস্টার মওদুদ আহমদের অবর্তমানে দীর্ঘদিন ধরে বিএনপির হয়ে মাঠে সক্রিয় রয়েছেন ফখরুল ইসলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।