বিয়ানীবাজারে মবে জড়িতদের বিরুদ্ধে বিএনপির কঠোর সিদ্ধান্ত

বিয়ানীবাজারে সৃষ্ট একটি মবের ঘটনায় নিন্দা জানিয়েছে উপজেলা ও পৌর বিএনপি। শনিবার রাতে পৌরশহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে সংগঠনের নেতৃবৃন্দ তাৎক্ষণিক এক সভায় মিলিত হয়ে সিদ্ধান্ত নেন, সাম্প্রতিক সময়ে পরিকল্পিতভাবে সৃষ্ট একটি মবের ঘটনায় জড়িত কামাল হোসেন (চাক্কু কামাল)-কে বহিষ্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হবে। তারা এ ঘটনার নিন্দা জানিয়ে কামালের নানা অপকর্মের বিষয়ে দলীয় নেতাকর্মীকে সতর্ক থাকার অনুরোধ জানান।
সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কিংবা সহযোগী সংগঠনের কেউ মব সৃষ্টির সাথে জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলেও সিদ্ধান্ত নেয়া হয়। ফেইক আইডি দিয়ে যারা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার করছে সে বিষয়ে ব্যবস্থা নেয়ার বিষয়ে ঐক্যমত্য পৌঁছান নেতৃবৃন্দ। একটি বট ও গুপ্ত দলের নেতাকর্মীরা ফেইক আইডি পরিচালনা করে সামাজিক যোগযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে আসন্ন সংসদ নির্বাচনের স্থিতিশীল পরিবেশ বিনষ্ট করতে চাইছে বলে বক্তারা আলোচনা করেন।
বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজার সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেনের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন কুটি, পৌর যুবদলের আহবায়ক হোসেন আহমদ দোলন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন, প্রচার সম্পাদক ফয়েজ আহমদ, বিএনপি নেতা নজরুল ইসলাম, আক্তার হোসেন অনিক, কামাল হোসেন, নুরুল হুদা বাবুল, ইউনিয়ন বিএনপির সভাপতি জামিল আহমদ, কবির আহমদ স্বেচ্ছাসেবক দলের নেতা আহসান জামিল, যুবদল নেতা নূর উদ্দিন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জানে আলম, পৌর ছাত্রদলের সভাপতি আয়নুল আবেদীন প্রমুখ।
উল্লেখ্য, শুক্রবার এক নিরীহ ব্যক্তিকে হয়রানীর উদ্দেশ্যে মব সৃষ্টি করে হেনস্তা করেন স্বেচ্ছাসেবক দলের কর্মী কামাল হোসেন (চাক্কু কামাল)। এ ঘটনায় দেশে-বিদেশে বিএনপি নেতাকর্মীরা প্রতিবাদমুৃখর হয়ে ওঠেন।
Comments