Image description

পটুয়াখালীর দুমকীতে চুরির অভিযোগে এক কিশোরকে (১৪) হাত-পা বেঁধে উল্টো করে নির্যাতনের অভিযোগ উঠেছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পঞ্চায়েত বাজার ব্রিজসংলগ্ন চরবয়েড়া গ্রামের একটি মুদি দোকানে এ ঘটনা ঘটে।

নির্যাতনের ওই ভিডিও সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

নির্যাতনের পরে মব তৈরি করে আবার পুলিশে দেয়া হয়েছে। নির্যাতনের শিকার হওয়া কিশোরের নাম রমজান মল্লিক (১১)। তার বাড়ি পার্শ্ববর্তী রাজাখালী গ্রামে। তার বাবার নাম বশির মল্লিক।

স্থানীয়রা জানান এক মুদি দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে রমজান কে আটক করে দোকানে নিয়ে নির্যাতন করা হয়। শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পঞ্চায়েত বাজার ব্রিজসংলগ্ন চরবয়েড়া গ্রামের জলিল সিকদারের মুদি দোকানে এই ঘটনা ঘটে।

তবে অভিযুক্ত দোকান মালিক জলিল সিকদার নির্যাতনের কথা অস্বীকার করে বলেন রমজান আমার দোকানে ঢুকে নগদ টাকা চুরি করার সময় স্থানীয়রা রমজানকে হাতেনাতে ধরে ফেলে। পরে খবর পেয়ে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক কিশোরকে তাদের হেফাজতে নেয়।

এসময় উপজেলা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক গোলাম সরোয়ার নির্যাতনের বিষয়ে জানতে চাইলে তার সাথে দোকান মালিকের তর্কাতর্কি হয় এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরে উপস্থিত এলাকাবাসী এবং পুলিশ সবাইকে শান্ত করে।

এবিষয়ে দুমকি থানার এসআই নুরুজ্জামান বলেন, আটক কিশোরের বিরুদ্ধে চুরির অভিযোগ করা হয়েছে সেই অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে নির্যাতনের বিষয়ে অভিযোগ খতিয়ে দেখা হবে। নির্যাতনের ঘটনা সত্য হলে তার বিষয়েও ব্যবস্থা নেয়া হবে।