অর্থাভাবে নবজাতক বিক্রির চেষ্টা, সেই রাজন মিয়াকে রিকশা প্রদান

নেত্রকোনা পৌর শহরের নাগড়া এলাকায় অর্থের অভাবে নবজাতক বিক্রির চেষ্টা করেছিল। বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসলে তাৎক্ষণিক ব্যবস্থা নেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন এর আয়োজনে ব্রাক এর সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা শেষে রাজন মিয়ার হাতে রিকশা তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
অন্যদের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান,নেত্রকোনা পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম সরদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল হুদা, জেলা প্রেসক্লাব সম্পাদক মাহবুবল কিবরিয়া চৌধুরীসহ অন্যরা।
উল্লখ্য যে, অসহায় দরিদ্র ১ পরিবার অর্থ অভাবের কারণে তাদের নবজাতক জমজ সন্তানকে বিক্রির চেষ্টা করছিল।
Comments