Image description

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর বিরুদ্ধে কটুক্তির অভিযোগে বাবুল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত দুই দিন আগে গামারীতলা ইউনিয়নের উত্তর পনঞ্চনন্দপুর গ্রামের একটি চায়ের দোকানে পাশ্ববর্তী দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ভল্লবপুর গ্রামের বাসিন্দা ও গ্রাম আনসার সদস্য বাবুল মিয়া নবীকে নিয়ে অশালীন মন্তব্য করেন। এরপর থেকে স্থানীয়রা তাকে খুঁজতে শুরু করেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এলাকাবাসী তাকে আটক করে কলসিন্দুর আইনুল উলুম মাদ্রাসায় নিয়ে আটকে রাখে। এ ঘটনা এলাকায় উত্তেজনার সৃষ্টি করে।

খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন, উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল হোসেন এবং ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-মামুন সরকারসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে অভিযুক্ত বাবুল মিয়াকে থানায় নিয়ে যায়।

ধোবাউড়া থানার ওসি আল-মামুন সরকার জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনা স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি করেছে। স্থানীয়রা জানান, ধর্মীয় বিষয়ে এ ধরনের অবমাননাকর মন্তব্য সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।