Image description

নেত্রকোনা পৌরশহরের নাগড়া এলাকার রাজন মিয়া অর্থের অভাবে তাঁর নবজাতক জমজ সন্তানকে বিক্রির চেষ্টা করেছিলেন। এ ঘটনা জেলা প্রশাসকের নজরে আসার পর তিনি তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেন। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এবং ব্র্যাকের সহযোগিতায় রাজন মিয়ার হাতে একটি রিকশা তুলে দেওয়া হয়েছে, যাতে তিনি জীবিকা নির্বাহ করতে পারেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে জেলা প্রশাসক নিজে রাজন মিয়ার হাতে রিকশা তুলে দেন। এই উদ্যোগের লক্ষ্য ছিল অসহায় এই পরিবারটির জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের অর্থনৈতিক স্বাবলম্বী করে তোলা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান, নেত্রকোনা পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম সরদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল হুদা, জেলা প্রেসক্লাব সম্পাদক মাহবুবল কিবরিয়া চৌধুরীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, দারিদ্র্যের কারণে রাজন মিয়ার পরিবার তাদের নবজাতক জমজ সন্তানকে বিক্রির চেষ্টা করেছিল। এই ঘটনা জানাজানির পর জেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে পরিবারটির পুনর্বাসনের জন্য এই উদ্যোগ গ্রহণ করে। রিকশা প্রদানের মাধ্যমে রাজন মিয়ার জন্য একটি টেকসই জীবিকার পথ তৈরি করা হয়েছে, যা তাঁর পরিবারের অর্থনৈতিক স্থিতিশীলতায় সহায়তা করবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, “আমরা অসহায় মানুষের পাশে থাকতে চাই। রাজন মিয়ার মতো মানুষদের জীবনমান উন্নয়নে আমরা সবসময় কাজ করে যাব।” এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।