নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা’র মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) নারায়ণগঞ্জ জেলা কমিটি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির শুভ উদ্বোধন করেছে। বুধবার সকালে রূপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে সড়ক নিরাপত্তা বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা উপস্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিসচা নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক জামান মিয়া। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোমেন মিয়া, মোহাম্মদ গোলাম সাদেক, যুগ্ম সম্পাদক ও সাংবাদিক সোহেল কিরণ, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, প্রকাশনা সম্পাদক রমজান মৃধা, কার্যকরী সদস্য নাজমুল হক রনি, হাবিবুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, নিরাপদ সড়ক চাই সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা শাখা মাসব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করবে। এর মধ্যে রয়েছে:
১) সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ক্যাম্পেইন। ২) জনসচেতনতামূলক লিফলেট বিতরণ। ৩) ফুটপাত ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধকরণ। ৪) চালক ও হেলপারদের সঙ্গে মতবিনিময় সভা। ৫) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ে আলোচনা সভা। ৬) প্রশাসনের সঙ্গে সড়ক নিরাপত্তা বিষয়ে আলোচনা। ৭) জাতীয় নিরাপদ সড়ক দিবসে বর্ণাঢ্য র্যালি। ৮) জনসচেতনতামূলক অন্যান্য নানাবিধ কর্মকাণ্ড।
বক্তারা আরও বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। নিসচা’র এই উদ্যোগ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিসচা নারায়ণগঞ্জ জেলা কমিটি আশা প্রকাশ করে, এই কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে সড়ক দুর্ঘটনা হ্রাসে উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব হবে।
Comments