
বান্দরবান পার্বত্য জেলার দুর্গম রুমা উপজেলায় অবস্থিত অপরূপ পর্যটনকেন্দ্র কেওক্রাডং পর্বত পর্যটকদের জন্য উন্মুক্ত করার উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এই উৎসবমুখর অনুষ্ঠান বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এবং এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব। এই আয়োজন পর্যটকদের মনে আনন্দ ও উৎসাহ ফিরিয়ে আনতে বিশেষ ভূমিকা রাখে।
অনুষ্ঠানের অংশ হিসেবে, পর্যটকদের আকর্ষণ বাড়াতে 'চাঁদের গাড়ি' নামে পরিচিত পর্যটকবাহী গাড়িগুলো রঙিন বেলুন ও নানা সাজসজ্জায় সুসজ্জিত করা হয়। সকাল ৯টায় এই সুসজ্জিত গাড়িগুলো সারিবদ্ধভাবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে পর্যটকদের নিয়ে কেওক্রাডং পর্বতের উদ্দেশে যাত্রা শুরু করে। এই উদ্যোগ পর্যটকদের জন্য আনন্দের মাত্রাকে দ্বিগুণ করে তুলেছে।
কেওক্রাডং বান্দরবানের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য, যা তার প্রাকৃতিক সৌন্দর্য ও দুর্গম ভূখণ্ডের জন্য পরিচিত। এই পর্বত উন্মুক্তকরণের মাধ্যমে বান্দরবানের পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো। জেলা প্রশাসনের এই উদ্যোগ স্থানীয় পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করা হচ্ছে।
Comments