
শ্রীপুর কল্যাণ ট্রাস্টের একটি গুরুত্বপূর্ণ কাউন্সিল অধিবেশন গত শনিবার (৪ অক্টোবর, ২০২৫) বরিশাল শহরের বগুড়া রোডে অবস্থিত একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে ট্রাস্টের নতুন গঠনতন্ত্র পাস করা হয় এবং ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জনকল্যাণ ফাউন্ডেশনের মহাসচিব কাজী নাসির উদ্দীন নসু। অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ মাহফুজ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর মহিষা ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুশান্ত চন্দ্র বিশ্বাস, চরবগী ঈদগাঁ এরব দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক কবির হোসেন এবং মিরাজ সোহেল।
নতুন গঠনতন্ত্র পাস
অধিবেশনে গঠনতন্ত্র প্রণয়ন কমিটির উপস্থাপিত পূর্ণাঙ্গ খসড়ার ওপর উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন গঠনতন্ত্র চূড়ান্তভাবে পাস করা হয়। গঠনতন্ত্রের ধারা-১৪ (চ) অনুযায়ী ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি
নতুন কমিটির নেতৃত্বে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আনিছুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে সাইফুল ইসলাম জাবের। অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন:
সহ-সভাপতি: প্রকৌশলী নিজ্জল চন্দ্র দেবনাথ, প্রকৌশলী মো. রাসেল হোসেন, হাসান মোল্লা। যুগ্ম সাধারণ সম্পাদক: মিজানুর রহমান, নাজমুল হোসেন। সাংগঠনিক সম্পাদক: আফজাল হোসেন বাবু। দপ্তর সম্পাদক: জাহিদ হাসান মাইদুল। কোষাধ্যক্ষ: শিহাব উদ্দিন। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মো. হাসিব। ক্রীড়া সম্পাদক: জহির রায়হান। মহিলা বিষয়ক সম্পাদক: সাদিয়া আফরিন। প্রচার ও প্রকাশনা সম্পাদক: নিলয় আহমেদ আরিফ।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন: সুশান্ত চন্দ্র বিশ্বাস, কবির হোসেন, প্রকৌশলী আবু তালেব, লোকমান হোসেন, প্রকৌশলী সাহিন সিকদার, আল আমিন হক, নাসরিন আক্তার নিঝুম, রায়হান জোমাদ্দার এবং মো. রাফিদ।
সমাপনী পর্বে সভাপতি মো. আনিছুর রহমান নবনির্বাচিত কমিটির সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “শ্রীপুর কল্যাণ ট্রাস্ট শ্রীপুরের মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোর শিক্ষার মানোন্নয়ন এবং এলাকার সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবে। আমরা সবাই মিলে এই লক্ষ্য অর্জনে একযোগে কাজ করব।”
শ্রীপুর কল্যাণ ট্রাস্ট দীর্ঘদিন ধরে শ্রীপুর এলাকার শিক্ষা, সংস্কৃতি এবং সামাজিক উন্নয়নের জন্য কাজ করে আসছে। নতুন কমিটির নেতৃত্বে ট্রাস্টের এই কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
Comments