Image description

খুলনা মহানগরীর কাস্টমঘাট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইমরান মুন্সি (২৮) নামে এক ইট-বালু ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইমরান মহানগরীর মুন্সিপাড়া দ্বিতীয় লেনের বাসিন্দা বাবুল সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইমরান নতুন বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলে আসা তিনজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। এরপর তারা ইমরানের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ইমরানের মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (খুলনা জোন) শিহাব করিম জানান, কাস্টমঘাট এলাকায় গুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তৎপর রয়েছে। তিনি বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডে তারা আতঙ্কিত। পুলিশ ঘটনার মোটিভ উদঘাটন ও দোষীদের গ্রেপ্তারে জোর তৎপরতা চালাচ্ছে।