Image description

সাভারে বিভিন্ন দাবিতে ময়লার গাড়ির কার্যক্রম বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চালকরা। সোমবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লা ফেলার জোনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শতাধিক ট্রাকের ময়লা ফেলার কাজ বন্ধ রেখে চালকরা মহাসড়কের পাশে সারিবদ্ধভাবে অবস্থান নেন। এর ফলে এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, যা পথচারী ও স্থানীয় বাসিন্দাদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়।

চালকরা জানান, সিটি কর্পোরেশনের নির্ধারিত ময়লা ফেলার স্থানে যাওয়ার রাস্তা অত্যন্ত পিচ্ছিল ও ঝুঁকিপূর্ণ। এই রাস্তায় চলাচলের সময় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। তারা বলেন, “ঝুঁকি এড়াতে আমরা ময়লা ফেলার কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছি। আমরা দ্রুত রাস্তার সংস্কার এবং নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করছি।”

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মানববন্ধনের ফলে এলাকায় ময়লা অপসারণ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হয়েছে, যা স্থানীয় পরিবেশ ও জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। চালকদের দাবি দ্রুত পূরণ না হলে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে পারেন বলে জানিয়েছেন।