Image description

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির পেয়ারাবুনিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবির নায়েক মোঃ আক্তার হোসেনের এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অপর পা-টিও প্রায় বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে।

বিজিবি সূত্র জানিয়েছে, আজ সকাল ১০টা ৫০ মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ির রেজুআমতলী পেয়ারা বুনিয়া এলাকায় টহলরত অবস্থায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেয়া হয়েছে রামু সিএমএইচ হাসপাতালে। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। 

ঘটনাস্থল কক্সবাজারের ৩৪ বিজিবির অধিনস্থ এলাকা। সেখানে আহত বিজিবির নায়েক মোঃ আক্তার হোসেন রামু ব্যাটালিয়ন হতে অস্থায়ী সংযুক্ত কর্তব্যে নিয়োজিত ছিলেন বলে বিজিবি সূত্রে জানা গেছে। 

দুর্গম পাহাড় আর গভীর অরণ্যে ঘেরা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের নোম্যান্স ল্যান্ডে অসংখ্য স্থলমাইন পুঁতে রেখেছে মিয়ানমার। ফলে প্রায় সময় ওই এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। 

তবে ঘটনার ব্যাপারে নাইক্ষ্যংছড়ির ইউএনও মুহাম্মদ মাজাহারুল ইসলাম চৌধুরী বলেন, “ নাইক্ষ্যংছড়ির পেয়ারাবুনিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বিজিবির এক সদস্য আহত হয়েছে বলে জানতে পেরেছি। বিস্তারিত তথ্য এখনো পাইনি। “