
গাজা থেকে প্রথম ধাপে মুক্তি পাওয়া সাতজন ইসরায়েলি জিম্মি সফলভাবে ইসরায়েলে প্রবেশ করেছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সোমবার নিশ্চিত করেছে যে, মুক্তি পাওয়া জিম্মিরা কিছুক্ষণ আগে ইসরায়েল সীমান্ত অতিক্রম করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।
আইডিএফ আরও জানায়, মুক্তিপ্রাপ্ত জিম্মিরা বর্তমানে দক্ষিণ ইসরায়েলের প্রাথমিক অভ্যর্থনা কেন্দ্রে যাচ্ছেন। সেখানে তারা তাদের পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হবেন।
স্থানীয় সময় সকাল ৮টার দিকে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস আটক অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া শুরু করে। হামাসও সাতজনকে মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
মুক্তি পাওয়া জিম্মিরা হলেন—গালি বারমান, জিভ বারমান, এইটান আব্রাহাম মর, ওমরি মিরান, মাতান আংগ্রেস্ট, আলোন ওহেল, গাই গিলবোয়া-ডালাল।
সামরিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মুক্তি পাওয়া জিম্মিদের শারীরিক অবস্থা মোটামুটি ভালো বলে জানা গেছে। তারা হাঁটতে পারছেন এবং তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন হচ্ছে না।
Comments