গাজীপুরে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে হামলায় একজন নিহত

গাজীপুরে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণ হারিয়েছেন খায়রুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি। তিনি গাজীপুর মহানগরের ২৯ নং ওয়ার্ড আদাবৈ এলাকার মৃত মোস্তফার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের আদাবৈ এলাকায় মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, কিছুদিন আগে নেশাগ্রস্ত খায়রুল তার মা ও বোনের অংশের জমি বিক্রি করে দেন। মঙ্গলবার সকালে সেই জমি মাপজোক করতে গেলে তার বোন খাদিজা বেগম ও ভগ্নিপতি একই এলাকার সিদ্দিকের ছেলে লাইজুদ্দিন ঘটনাস্থলে গিয়ে বাধা দেন। এতে খায়রুল ক্ষিপ্ত হয়ে বোন ও ভগ্নিপতির ওপর হামলা করে তাদের আহত করেন।
এ সময় পরিবারের অন্যান্য সদস্যরা প্রতিরোধে এগিয়ে আসে। ধস্তাধস্তির এক পর্যায়ে খায়রুল গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সদর মেট্রো থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি), মো. মেহদী হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ থেকেই এ ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত ব্যবস্থা নিয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনি প্রক্রিয়া শুরু করেছে। আমরা চাই, মানুষ পারিবারিক দ্বন্দ্বে জড়িয়ে নয়, আইনের মাধ্যমে সমস্যার সমাধান করুক।
Comments