Image description

বরগুনা জেলার বামনা উপজেলায় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধি এবং চিকিৎসা ভাতা ১৫০০ টাকা করার দাবিতে মানববন্ধন ও প্রধান সড়ক প্রদক্ষিণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বামনা প্রেসক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক-কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা শিক্ষক-কর্মচারীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে এই আন্দোলনে সামিল হন।

কর্মসূচিতে শিক্ষকরা সরকারের সাম্প্রতিক প্রজ্ঞাপনে বাড়িভাড়া ভাতা মাত্র ৫০০ টাকা বৃদ্ধির সিদ্ধান্তকে অপর্যাপ্ত বলে প্রত্যাখ্যান করেন। তারা বর্তমানে মাসিক ১০০০ টাকা বাড়িভাড়া এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান, যা মূল্যস্ফীতির বর্তমান পরিস্থিতিতে অপ্রতুল বলে মনে করেন। মানববন্ধনে শিক্ষকরা প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করে তাদের দাবি তুলে ধরেন।

মানববন্ধন চলাকালীন বক্তারা বলেন, “বর্তমান বাজার পরিস্থিতিতে ১০০০ টাকা বাড়িভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা দিয়ে জীবনযাপন করা অসম্ভব। সরকারের সাম্প্রতিক ৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত আমাদের দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।” তারা জানান, সারাদেশে এই দাবিতে কর্মবিরতি ও মার্চ টু সচিবালয়ের মতো কর্মসূচি চলছে। বামনায়ও এই আন্দোলন জোরদার করা হবে যতক্ষণ না সরকার তাদের দাবি মেনে প্রজ্ঞাপন জারি করে।

মানববন্ধনের পর শিক্ষক-কর্মচারীরা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তাদের দাবি জোরালোভাবে তুলে ধরেন। একজন অংশগ্রহণকারী শিক্ষক বলেন, “আমাদের দাবি পূরণ না হলে আন্দোলন আরও তীব্র হবে। শিক্ষকদের জীবনমান উন্নয়ন ছাড়া শিক্ষার মান বজায় রাখা সম্ভব নয়।”

কর্মসূচি শেষে প্রধান সড়ক প্রদক্ষিণের মাধ্যমে আন্দোলনের সমাপ্তি ঘোষণা করা হয়। শিক্ষকরা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।