Image description

মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও নৃশংস নির্যাতনের অভিযোগে দোষীদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দাদের আয়োজনে ঘটকচর বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর ঘটকচর এলাকার বশির সরদারের ছেলে সোহাগ সরদার কৌশলে তার ভাড়াটিয়া এক প্রবাসীর স্ত্রীকে বাড়ির গেস্টরুমে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এই ঘটনা মোবাইলে ধারণ করে পরে ভিডিওটি ব্যবহার করে ওই নারীকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণ করা হয়। এরপর ১ অক্টোবর সোহাগ সরদারের ছোট ভাই জসিম সরদারসহ আরও কয়েকজন পরকীয়ার অপবাদ দিয়ে ওই নারীর কক্ষে প্রবেশ করে তাকে মারধর করেন। নির্যাতনের একপর্যায়ে তারা গরম খুন্তি দিয়ে ভুক্তভোগীর শরীরের স্পর্শকাতর স্থানে ছ্যাঁকা দেন। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় নির্যাতিত নারীর মা মুর্শিদা বেগম বাদী হয়ে সোহাগ সরদারসহ সাতজনের নাম উল্লেখ করে মাদারীপুর সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী নারী বলেন, “আমার শরীরের বিভিন্ন জায়গায় তারা গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দিয়েছে। সোহাগ ও তার পরিবারের সদস্যরা আমার ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে। আমি সরকারের কাছে তাদের কঠোর বিচার চাই। আমার দাবি, তাদের ফাঁসি দেওয়া হোক, যাতে আমার মতো আর কোনো নারীর সঙ্গে এমন ঘটনা না ঘটে।”

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা জানান, এই ঘটনা এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “মামলাটি তদন্তাধীন রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনব।”