Image description

বরিশালের আগৈলঝাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক নববধূর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার গৈলা মডেল ইউনিয়নের মধ্যশিহিপাশা গ্রামে্ এ ঘটনা ঘটে।   

জানা যায়, নববধূ জান্নাতুল ইসলাম রাবেয়া আক্তার (১৮) খালা মাহামুদা খানমের বাড়িতে বসে ঘরের জালানা দিতে গিয়ে বিদ্যুপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মাসুদ পারভেজ তাকে মৃত্যু ঘোষণা করেন। 

জান্নাতুল ইসলাম রাবেয়া আক্তার উজিরপুর উপজেলার কালিহাতা গ্রামের মিজানুর রহমানের মেয়ে। রাবেয়ার চার মাস পূর্বে আগৈলঝাড়া উপজেলার মধ্যশিহিপাশা গ্রামের আলামিন সরদারের সাথে বিয়ে হয়েছিল। 

খবর পেয়ে ওসি(তদন্ত) সুশংকর মল্লিক হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাবেয়ার পরিবারের কোন অভিযোগ না থানায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।