৩য় দিনের কর্মবিরতিতে স্থবির ছাগলনাইয়ার ৫৪ শিক্ষাপ্রতিষ্ঠান

দেশব্যাপী চলমান শিক্ষক আন্দোলনের ৩য় দিনে ছাগলনাইয়ার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে চলছে কর্মবিরতি। প্রতিষ্ঠান গুলোতে নেই প্রাণচাঞ্চল্য নেমে এসেছে স্থবিরতা।
বুধবার (১৫অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা ঘুরে দেখা যায় ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১টি সরকারি কলেজ ও ১টি মাধ্যমিক বিদ্যালয় ছাড়া বাকি ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে চলছে শিক্ষকদের কর্মবিরতি। কিছু কিছু শিক্ষক আন্দোলনে অংশ নিতে ঢাকায় গেলেও অধিকাংশ শিক্ষকরা অফিসে বসে অলস সময় কাটাচ্ছেন।
আন্দোলন সম্পর্কে জানতে চাইলে আব্দুল হক চৌধুরী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হান্নান, হরিপুর আলী আকবর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন, উত্তর পানুয়া দাখিল মাদ্রাসার সুপার দীন মোহাম্মদ, মির্জার বাজার ইসলামীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ফারহানা আক্তার বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা দিতে হবে। সরকার দাবি না মানলে শিক্ষকরা প্রয়োজনে জাতীয়করণের ১ দফা আন্দোলনে যাবে।
এদিকে শিক্ষকদের কর্মবিরতিতে অভিভাবকদের মধ্যে নেমে এসেছে হতাশা। কয়েকজন অভিভাবকের কথা বলে জানা যায় তারা চান সরকার দ্রুত সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক। এমনিতেই বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই দিতে পারেনি সরকার তার উপর বিভিন্ন উপলক্ষে সম্প্রতি প্রায় অর্ধমাস স্কুল-কলেজ বন্ধ ছিল। ছেলে-মেয়েদের বার্ষিক পরীক্ষা সন্নিকটে। এভাবে শিক্ষকদের আন্দোলন দীর্ঘায়িত হলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। তাই অভিভাবকরা দ্রুত এর সমাধান চান।
ছাগলনাইয়া একাডেমীর ১০ম শ্রেণীর শিক্ষার্থী আহনাফ তাহমিদ বলেন ২৭নভেম্বর থেকে আমাদের নির্বাচনী পরীক্ষা শুরু হবে, এখন আমাদের ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা চাই নিয়মিত শ্রেণী কার্যক্রমে অংশ নিতে। সরকারের উচিত শিক্ষকদের যৌক্তিক দাবি দাওয়ার বিষয়ে আলোচনা করে সমাধান করুক। আমাদের পড়ালেখার পরিবেশ নিশ্চিত করুক।
Comments