
'Be a Hand washing hero হাত ধোয়ার নায়ক হোন' স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে রহনপুর পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শাহাদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.ওয়াসিম আকরাম, উপজেলা শিক্ষা অফিসার ইসাহাক আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফারহাদ আলম চৌধুরী, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আসমা খাতুন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক ও সংবাদকর্মী সারওয়ার জাহান সুমন, শিক্ষার্থী রাইসা কবির।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরে দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, স্থানীয় গণমাধ্যম কর্মী সহ শিক্ষার্থীরা। আলোচনা শেষে উপস্থিত সকল শিক্ষার্থীদের নিকট একটি করে সাবান তুলে দেয়া হয়।
Comments