
"Be a Hand washing hero হাত ধোয়ার নায়ক হোন" স্লোগানকে সামনে রেখে নেত্রকোণার বারহাট্টা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রাঙ্গণে হাত ধোয়া প্রদর্শনী, র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় উপস্থিত শিক্ষার্থীদের হাত ধোয়ার পদ্ধতি শিখানো হয়।
বারহাট্টা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসানের সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বিদ্যুৎ মিয়ার সঞ্চালনায় আলোচনা সভা শুরু হয়।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম গোলাম হোসাইন, শিক্ষকবৃন্দ, কোমলমতি শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী ও উপজেলার সকল কর্মকর্তা কর্মচারী।
Comments