Image description

এখন থেকে শ্রীলঙ্কায় ভ্রমণে যেতে পর্যটকদের জন্য আগাম ‘ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন’ বা ইটিএ গ্রহণ বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। আজ বুধবার (১৫ অক্টোবর) থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর আগে এত দিন বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকেরা শ্রীলঙ্কার বিমানবন্দরে পৌঁছেও (অন-অ্যারাইভাল) নির্দিষ্ট ফি জমা দিয়ে ভিসা সুবিধা পেতেন।

ইটিএ বাধ্যতামূলক করার তথ্যটি দেশটির অভিবাসন ও ভিসা বিভাগের বরাত দিয়ে জানিয়েছে ঢাকায় অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশন। এতে বলা হয়, বাংলাদেশসহ অনেক দেশের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে। 

নতুন নির্দেশনা অনুযায়ী, ভ্রমণকারীরা এখন দুইভাবে ইটিএ বা ডিজিটাল অনুমতি সংগ্রহ করতে পারবেন। আবেদন করতে হবে শ্রীলঙ্কা সরকারের নির্ধারিত ওয়েবসাইটের eta.gov.lk/slvisa মাধ্যমে। অথবা সংশ্লিষ্ট দেশে অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশনের মাধ্যমে ভিসা আবেদন জমা দিয়ে অনুমতি নেওয়া যাবে। 

শ্রীলঙ্কা সরকারের অভিবাসন ও ভিসা বিভাগের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, পর্যটক, ব্যবসায়ী ও ট্রানজিট যাত্রীদের যাত্রার আগেই এই অনুমতি নিতে হবে।

ইটিএ সাধারণত ৩০ দিনের জন্য বৈধ হয় এবং এটি পর্যটন বা ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা যায়। অনলাইনে ইটিএ ছাড়াও সংশ্লিষ্ট দেশে অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশনে গিয়ে সরাসরি ভিসার আবেদন জমা দেওয়া যাবে।

শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যারা ভ্রমণ শুরু করার আগে অনলাইনে ইটিএ নিশ্চিত করবেন না, তাদের প্রবেশে জটিলতা সৃষ্টি হতে পারে বা তাদের ফেরতও পাঠানো হতে পারে। তাই যেকোনো ধরনের ঝামেলা এড়াতে ভ্রমণকারীদের নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আগেভাগেই ইটিএ সংগ্রহ করে নিতে হবে।