Image description

ঢাকার ধামরাইয়ে পৌরসভার ৯ নং ওয়ার্ডের ছোট চন্দ্রাইল এলাকায় নিখোঁজের ১২ ঘন্টা পর সেফটি  ট্যাংকিতে ইয়াসিন (৫) ও রাহীম নামে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।  

শুক্রবার রাত (১৭ অক্টোবর) রাত ১০ টা ৩০ মিনিটের দিকে তরু মিযার বাড়ির সেফটি ট্যাংকিতে দুই শিশুর লাশ পাওয়া যায়। 

নিহত ইয়াছিন সুমনের ছেলে এবং আব্দুর রাহীম শাকিলের ছেলে। উভয়ই ছোট চন্দ্রাইল এলাকার তরু মিয়ার বাড়ির ভাড়াটিয়া। নিহত দুইজনই সম্পর্কে মামাতো ফুপাতো ভাই।

জানা যায়, সুমন ও শাকিল ধামরাই পৌরসভার ছোট চন্দ্রাইল এলাকার তরু মিয়ার বাড়ির ভাড়াটিয়া। দুপুর থেকে ইয়াসিন ও আব্দুর রাহীম খেলতে বের হয়। বিকেলের দিকেও তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর থেকে এলাকায় কয়েক দফায় মাইকিং করে এবং ফেইসবুক এ অনেকেই হারানো বিজ্ঞপ্তি দিয়ে  পোস্ট করে। এছাড়াও আশপাশে খোঁজাখুঁজি করেন নিখোঁজের স্বজনরা। খোঁজাখুঁজির এক পর্যায় রাত প্রায় সাড়ে ১০ টার দিকে বাড়ির খোলা সেফটি ট্যাংকি থেকে  দুই শিশু মড়দেহ উদ্ধার করে স্থানীয়রা। এ সময় নিহতের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

কেন বাড়িতে সেফতি ট্যাংকি খোলা রেখেছেন এ বিষয়ে বাড়ির মালিক তরু মিয়ার কোন বক্তব্য পাওয়া যায় নি। 

নিহত ইয়াসিনের বাবা সুমন ছেলের মৃত্যুর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।