রায়গঞ্জে পশুর হাটে অজ্ঞান পার্টির খপ্পরে কৃষক, ৭২ হাজার টাকা লুট

সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা পশু হাটে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে কুরবান আলী (৫৫) নামে এক কৃষক অজ্ঞান হয়ে পড়েছেন। এসময় তার সঙ্গে থাকা গরু কেনার ৭২ হাজার টাকা লুট করে নেয় দুর্বৃত্তরা।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে চান্দাইকোনা পশু হাটে এ ঘটনা ঘটে। অজ্ঞান হওয়া কুরবান আলী উল্লাপাড়া উপজেলার বড়হর দক্ষিণপাড়া গ্রামের মৃত মনসুর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুরবান আলী গরু কেনার উদ্দেশ্যে হাটে আসেন। সেখানে অজ্ঞাত ব্যক্তিরা কৌশলে তাকে কোনো মাদক বা বিষাক্ত পদার্থ খাওয়ায়। কিছুক্ষণ পর তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে দেখা যায়, তার সঙ্গে থাকা ৭২ হাজার টাকা উধাও হয়ে গেছে।
হাট কমিটির সদস্যরা অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে অফিসে নিয়ে যান। স্বজনদের খুঁজে না পেয়ে পরে রাত ৮টার দিকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার আংশিক জ্ঞান ফিরেছে।
চান্দাইকোনা হাট কমিটির সভাপতি শামসুল হক খান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।”
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানা জানান, “বিষয়টি তদন্ত করা হচ্ছে। অজ্ঞান পার্টির সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি”
Comments