জীবননগরে গোয়েন্দা পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ২

চুয়াডাঙ্গার জীবননগরে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো- জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের মৃত রমজান আলীর ছেলে মো. তুহিন আহমেদ (২৭) এবং একই গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. সজিব (২৫)।
পুলিশ জানায়, মঙ্গলবার দিনগত রাত ১০ টার সময় জীবননগর উপজেলার লক্ষীপুর ব্রীজের উপর হতে মো. তুহিন আহমেদ ও মো. সজিবকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত হতে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Comments