পটুয়াখালীর বাউফল পৌর শহরের একমাত্র প্রাণকেন্দ্র বাউফল পাবলিক মাঠে মেলা বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। শুক্রবার জুমার নামাজের পরে পৌরসভার বিভিন্ন জামে মসজিদের হাজারো মুসল্লি এই বিক্ষোভ ও মানববন্ধনে অংশ গ্রহণ করেছেন।
সচেতন নাগরিক সমাজের ব্যানারে পৌরশহরের পাবলিক মাঠের সামনে মানববন্ধন শেষে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পাবলিক মাঠে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে ইমাম মাওলানা নজরুল ইসলাম বলেন, "পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষাসহ ষষ্ঠ থেকে দশম শ্রেণী/ দাখিল/ বার্ষিক পরীক্ষা, খেলাধুলা বিঘ্ন হওয়া, পরিবেশ দূষণ, সামাজিক অবক্ষয়ের কারণে পাবলিক মাঠের অবৈধ মেলা বন্ধের দাবিতে আমাদের এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে।"
তিনি আরো বলেন, "এই মেলার বিষয়ে ডিসি মহোদয় জানেন না। তিনি অনুমতি দেননি। মাঠের আশেপাশে হিফজখানা, মসজিদ, মাদরাসা, হাসপাতাল, কিন্ডার গার্ডেন স্কুল রয়েছে। এই মাঠে জানাজাও হয়। এই মেলা দ্রুত বন্ধ না করলে আমরা শীঘ্রই কঠোর আন্দোলনের ঘোষণা দেব। আগামীকাল থেকে নতুন কর্মসূচীর ঘোষণা দেব।"
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।


Comments