Image description

নওগাঁর ধামইরহাট উপজেলায় বাইপাস সড়কে গরুবাহী একটি ভুটভুটি উল্টে গিয়ে চালকসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বিহারীনগর বাইপাস সড়কের ডাবল ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন; আড়ানগর গ্রামের মাসুদুর রহমান (মওলা) ও ভূট্টু। তারা উভয়েই ভুটভুটিটির চালক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দ্রুতগতিতে আসা ভুটভুটিটি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ভুটভুটিটির দুই চালক প্রাণ হারান।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুইজনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।