কক্সবাজারে কলাতলি স্যান্ডি বীচ রেস্টুরেন্টে কউকে'র অভিযানঃ সাংবাদিক মহলের ক্ষোভ
কক্সবাজারের কলাতলী সৈকত সংলগ্ন 'স্যান্ডি বীচ রেস্টুরেন্টে' কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) প্রশ্নবিদ্ধ অভিযানে ব্যাপক ভাঙচুর চালিয়ে মালিক ও সাংবাদিক আবদুর রহমানের বহুল আর্থিক ক্ষতিরিশি। সম্মুখীন হওয়ায় ক্ষোভ জানিয়ে বিবৃতি দিয়েছেন মহল। তাঁদের প্রশ্ন, এই অভিযান কার স্বার্থে পরিচালিত হলো।
তাঁরা বলেন, সৈকত এলাকাজুড়ে বহু স্থাপনা ও রেস্টুরেন্ট নির্মিত হলেও কেবল স্যান্ডি বীচ রেস্টুরেন্টকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
'কোনো অদৃশ্য ইশারা বা আর্থিক লেনদেনের ইঙ্গিত' থাকতে পারে বলেও মন্তব্য করেন সাংবাদিকরা।
এক বিবৃতিতে সাংবাদিকরা বলেন, 'যদি এটি সত্যিই অবৈধ স্থাপনা হয়, তবে একই ধরণের অন্য প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না কেন?'
অথচ স্যান্ডি বীচ রেস্টুরেন্ট পরিবেশবান্ধব কাঠামোতে গড়ে উঠেছিল বলে মন্তব্য তাঁদের। তাঁরা বলেন, 'হঠাৎ এভাবে ভাঙচুর শুধু একটি ব্যবসা নয়, একটি জীবিকার ওপর আঘাত।'
কউকের এ ধরণের একপেশে অভিযান পরিবেশ সুরক্ষার চেয়ে বরং ব্যবসায়িক প্রতিযোগিতা ও প্রভাবশালী মহলের স্বার্থ রক্ষা করছে বলেও মনে করেন তাঁরা।
সাংবাদিকরা মনে করেন, 'যদি পরিবেশের ক্ষতি হয়, তবে সুনির্দিষ্ট প্রমাণসহ নোটিশ দিয়ে সুযোগ দেওয়াই প্রশাসনিকভাবে সঠিক পদ্ধতি।
অভিযানে ক্ষতিগ্রস্ত মালিক আবদুর রহমানকে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তাঁরা।
বিবৃতিতে তারা আরও বলেন, 'যে কোনো বৈধ ব্যবসা প্রতিষ্ঠানকে ন্যায্য কারণ ও শুনানি ছাড়া ধ্বংস করা আইনবহির্ভূত। কউককে এর ক্ষতিপূরণ বহন করতে হবে।'
তাঁদের মতে, এ ধরণের আকস্মিক অভিযান বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করবে এবং পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব ফেলবে।
বিবৃতিদাতা সাংবাদিকরা হচ্ছে কক্সবাজার সাহিত্য একাডেমির সভাপতি সাংবাদিক মোঃ নুরুল ইসলাম, দৈনিক নয়া দিগন্তের কক্সবাজার ব্যুরোচীফ জি এ এম আশেক উল্লাহ, কক্সবাজার সাহিত্য একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক রুহুল কাদের বাবুল, দৈনিক ভোরের ডাক পত্রিকার জেলা প্রতিনিধি মো: হাসিম, হিমছড়ি পত্রিকার সম্পাদক হাসানুর রশিদ, দৈনিক আমার দেশ এর কক্সবাজার ব্যুরোচীফ আনছার হোসেন, দৈনিক সাগর দেশ এর সম্পাদক মোস্তফা সরওয়ার, দৈনিক হিমছড়ি পত্রিকার নির্বাহী সম্পাদক হুমায়ুন শিকদার, দৈনিক নিরপেক্ষ পত্রিকার কক্সবাজার ব্যুরোচীফ মােহাম্মদ উর রহমান মাসুদ,, দৈনিক মানবকন্ঠ পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি ইসলাম মাহমুদ, বাংলাদেশ বেতার কক্সবাজার এর সাব-এডিটর আজাদ মনসুর, দৈনিক প্রতিদিনের সংবাদ এর কক্সবাজার জেলা প্রতিনিধি শামসুল আলম শ্রাবণ, দৈনিক আমার সংবাদ এর জেলা প্রতিনিধি আবদুল হালিম, দৈনিক গণসংযোগ পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ জাহেদ হোসাইন, দৈনিক সমুদ্রকণ্ঠের চীফ রিপোর্টার মহি উদ্দিন মাহি, দৈনিক নয়া দিগন্তের ঈদগাঁহ প্রতিনিধি আতিকুর রহমান মানিক, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি এস কে সেলিম, দৈনিক আমার দেশ পত্রিকার ঈদঁগাহ প্রতিনিধি আনোয়ার হোসাইন, সাংবাদিক নাসির উদ্দিন, সাংবাদিক নুরুল হক চকোরী, সাংবাদিক মিনার হাসান,প্রমুখ।




Comments