বাঘায় মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
রাজশাহীর বাঘায় মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হন। শনিবার (২৫ অক্টোবর) বেলা ১০ টার দিকে বাঘা নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন বাঘা-বানেশ্বর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী বাঘা বাজার হতে নিজ বাড়িতে যাবার পথে সামনে থেকে আসা এক ব্যাটারি চালিত ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেল আরোহী ছিটকে দূরে পড়ে গেলে তার মাথায় আঘাত প্রাপ্ত হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। উপস্থিত জনতা তাৎক্ষণিক তাকে নিকটস্থ বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রোগীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২:০০ টায় তিনি ইন্তেকাল করেন।
জানা যায়, নিহত ব্যক্তি শাহিনুর রহমান, পিতা আব্দুস সালাম, ৪ নং মনিগ্রাম ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের বাসিন্দা। তিনি মনিগ্রাম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বিএনপি সেক্রেটারি ছিলেন। তার এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।




Comments