Image description

বাউফলে নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নের ভূমিহীনদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) বেলা ১২টার দিকে বাউফল প্রেসক্লাবের সামনে শতাধিক ভূমিহীন এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এ সময় নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়ন ভূমিহীন কৃষক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রেজাউল করিম বলেন, নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নের ভূমিহীনদের প্রতি জুলুম করছেন সাবেক চেয়ারম্যান, ভূমিদস্যু, বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার। আমাদের জমি আমাদের খেতে দিচ্ছে না তসলিম তালুকদারের লোকজন। আমরা আমাদের জমি বুঝে নিতে চাই। আমরা এর তীব্র নিন্দা জানাই।

এ সময় বক্তারা বলেন, সরকার থেকে পাওয়া সম্পত্তি থেকে ভূমিহীনদের সরিয়ে দেওয়ার জন্য ডিল করছেন (বাস্তবে 'চেষ্টা করছেন' বা 'ষড়যন্ত্র করছেন' লেখা থাকতে পারে, তবে প্রদত্ত লেখায় 'ডিল করছেন' আছে) তসলিম তালুকদার। হাইকোর্ট-সুপ্রিম কোর্টের রায়ের বিপক্ষে ওই ভূমিদস্যুদের অবস্থান। আমাদের জমিতে আমরা ভেকু নিয়েছি। কিন্তু গায়ের জোরে তারা আমাদের ভেকুতে হামলা করে অন্যত্র নিয়ে যায়। পরে প্রশাসন নিয়ে আমরা তাদের উদ্ধার করেছি। এ বিষয়ে থানায় অভিযোগ এবং মামলাও হয়েছে।

মানববন্ধনে অংশ নিয়েছেন নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়ন ভূমিহীন কৃষক সমবায় সমিতি লিমিটেডের সহ-সভাপতি সেকান্দার আলী, সদস্য মাসুদ রানা, রিন্টু কাজী, মো. সেলিম, ফিরোজ খান, হানিফ মৃধা, মোজাম্মেল, সাখাওয়াতসহ শতাধিক ভূমিহীন কৃষকরা এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।