পটুয়াখালীর দশমিনায় মো. সালাম হাওলাদার (৫৫) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার বহরমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাওলাদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
সালাম হাওলাদার ওই এলাকার মৃত মো. আব্দুল খালেক হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাত ৯ টার পর থেকে সালাম হাওলাদার নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা মিলে সারারাত খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে ভোর সাড়ে ছয়টার দিকে প্রতিবেশীর পেছনের একটি গাবগাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকজন। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে দশমিনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের স্ত্রী নাজমা বেগম জানান, ‘আমার স্বামী খুব ভালো মানুষ ছিলেন। কারও সঙ্গে কখনও ঝগড়া-বিবাদ করতে দেখিনি। কেউ তাকে হত্যা করেনি, তার হায়াত এই পর্যন্তই ছিল। আমাদের কোনো শত্রু নেই।’
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’




Comments