Image description

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত হওয়ার ঘটনায় নতুন নির্দেশনা জারি করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আপাতত শুধু দিয়াবাড়ি থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।

রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে এই দুর্ঘটনা ঘটে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত আবুল কালামের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে। ওসি আরও বলেন, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) এর সামনে ৪৩৩নং পিলারের বিয়ারিং প্যাড পড়ে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের ব্যাগে থাকা পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র দেখে তার পরিচয় শনাক্ত করে।

ঘটনার পরপরই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান ঘটনাস্থল পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, এই পথচারীর মৃত্যুর ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেতু বিভাগের সচিব আবদুর রউফকে আহ্বায়ক করে গঠিত এই কমিটি আগামী ২ সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। তারা আগের ঘটনার তদন্ত রিপোর্ট পর্যালোচনা করবেন এবং কেন এই ঘটনা ঘটেছে তা খুঁজে বের করবেন।

উপদেষ্টা আরও জানান, নিহত আবুল কালামের পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়াও, পরিবারের কোনো কর্মক্ষম সদস্য থাকলে তাকে মেট্রোরেলে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা হবে।