Image description

বরিশালে এসিড নিক্ষেপের মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বরিশাল মহানগর দায়রা জজ আদালতের বিচারক মীর মো. এমতাজুল হক এই রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন — বাবুগঞ্জ উপজেলার উত্তর দেহেরগতি ইউনিয়নের শিশির ঘরামী ও প্রদীপ ঘরামী। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন। আদালতের বেঞ্চ সহকারী মো. সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আসামিদের সঙ্গে বাদীপক্ষের পারিবারিক বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১১ মার্চ ভোর রাত সাড়ে চারটার দিকে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানাধীন উত্তর রফিয়াদি গ্রামের সমিরচন্দ্র ব্যাপারীর বসতঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন স্কুল শিক্ষার্থী উৎপল হাওলাদার ও সদ্য নৌবাহিনীতে যোগদান করা আশিক মল্লিক। ওই সময় আসামিরা পরিকল্পিতভাবে তাদের ওপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে ভিকটিমরা গুরুতর দগ্ধ হন। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

পরবর্তীতে উৎপলের বাবা উত্তম হাওলাদার বাদী হয়ে দুইজন নামীয় ও অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে থানার উপ-পরিদর্শক এসআই নিখিল চন্দ্র মজুমদার ওই বছরের ২ আগস্ট শিশির ও প্রদীপ ঘরামীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলার বিচার প্রক্রিয়ায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ রবিবার রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর বাদীপক্ষ জানায়, “বরিশাল মহানগর দায়রা জজ আদালতের প্রথম রায়ে আমরা ন্যায়বিচার পেয়েছি। আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ।”