Image description

বিগত কয়েকদিনের টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় ডিমলায় ২ নভেম্বর রবিবার সকালে এলাকা ঘুরে দেখাযায় মাঠজুড়ে পাকা আমন ধান মাটিতে লুটিয়ে পড়েছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন জেলার কৃষকরা। বিশেষ করে ডিমলা, সদর ও আশপাশের ইউনিয়নগুলোতে ক্ষতির পরিমাণ তুলনামূলক বেশি।

ডিমলা উপজেলার সদর ইউনিয়নের উঃ তিতপাড়া গ্রামের কৃষক মোঃ খায়রুল ইসলাম, জয়নাল আবেদীন জেবু, দঃ তিত পাড়া আজগার আলী যাদু, নিজ সুন্দর খাতা সবজি চাষী ইউসুফ আলী, আব্দুল হামিদ, সালাম, স্বপন বলেন, হঠাৎ বৃষ্টি আর বাতাসে সব ধান, সবজি ব্যাপক ক্ষতি হয়েছে। একই গ্রামের আরেক কৃষক মোঃ বুলবুল বলেন,মাঠে ধান পড়ে থাকলেও কাটা যাচ্ছে না, শ্রমিকও পাওয়া যাচ্ছে না। ফলে ধান পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মাঠজুড়ে এখন হতাশার চিত্র। অনেক জায়গায় জমিতে কাদা আর পানিতে ভরে গেছে, ফলে ধান কাটতে পারছেন না শ্রমিকরা। ইতোমধ্যে কিছু এলাকায় ধান পচে যাওয়ার খবরও পাওয়া গেছে। 

এই বিষয়ে ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না জানান আকস্মিক বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় উপজেলায় প্রায় ১৮ হেক্টর আমন ধান এবং ৩ হেক্টর শাকসবজির জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে আমন মৌসুমের শেষ পর্যায়ের ধানই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ফলনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পড়ে যাওয়া ধানগুলো কিভাবে সংরক্ষণ করা যায় এই বিষয়ে প্রতিটি এলাকার গিয়ে কৃষি উপসহকারীরা পরামর্শ দিচ্ছেন। 

প্রাকৃতিক এই দুর্যোগে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা ভালো ফলনের আশায় মাঠে ধান চাষ করলেও এখন তারা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। অনেকে বলছেন, এবারের আমন ধান মৌসুম সবজি চাষ আগাম আলু লাগানোর কৃষকদের হয় তো লোকসান গুনতেই হবে।