আগামী সপ্তাহেই শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা করা হতে পারে: তথ্য উপদেষ্টা
আগামী সপ্তাহেই শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।
মঙ্গলবার সকালে লক্ষীপুরের রামগঞ্জে উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় সরকারি কর্মকর্তা গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে খুনি হাসিনা আমাদের অনেক ভাই-বোনকে হত্যা করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার প্রক্রিয়া বর্তমানে চলমান। এছাড়াও অতীতে যারা গুম, খুন ও মানুষ হত্যার সাথে জড়িত ছিল, তাদের প্রত্যেককেই বিচার আওতায় আনা হবে।”
উপদেষ্টা মাহফুজ আলম আরও বলেন, “আমাদের উপদেষ্টা পরিষদের কমিটমেন্ট অনুযায়ী ইতোমধ্যেই ঐক্যমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রস্তাবনা অনেক দূর এগিয়েছে। জুলাই সনদ বাস্তবায়নসহ রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য সরকার শিগগিরই কার্যকর পদক্ষেপ নেবে।”
সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপজেলার উন্নয়ন ও স্থানীয় প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরেন। তাদের বক্তব্যের জবাবে মাহফুজ আলম বলেন, “এক বছর সময় খুবই অল্প। একটি প্রকল্প শুরু করে তা বাস্তবায়ন করতেই ন্যূনতম দুই বছর লাগে। তবুও আমরা আটকে থাকা কাজগুলো এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা রাজনৈতিকভাবে নির্দিষ্ট কোনো এলাকার প্রতিনিধি নই, তাই সারা দেশ নিয়েই আমাদের কাজ করতে হয়।
বৃহত্তর নোয়াখালী অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “বিগত সময়ে শেখ হাসিনা পরিকল্পিতভাবে এই অঞ্চলের সকল উন্নয়ন প্রকল্প বন্ধ রেখেছিলেন। আমরা বৃহত্তর নোয়াখালীকে প্রাধান্য দিয়ে কাজ করার চেষ্টা করছি। সময় স্বল্পতার কারণে সব বাস্তবায়ন সম্ভব না হলেও, আমরা অন্তত কাজগুলো শুরু করে দিচ্ছি—শুরু করতে পারলে একদিন তা সম্পূর্ণ হবেই।”
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম রবিন শীষের সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, উপজেলা জামায়াতের সাবেক আমির ডা. আবুল হোসেন, ইসলামী আন্দোলনের সভাপতি রফিকুল ইসলাম, রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু তাহেরসহ বিভিন্ন রাজনৈতিক ও সরকারি কর্মকর্তাবৃন্দ।




Comments