Image description

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সোমবার (৩ নভেম্বর) দলীয় মনোনয়ন ঘোষণা করেছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মনোনয়ন ঘোষণা করেন। সাতক্ষীরার চারটি সংসদীয় আসনেও প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তবে মনোনয়ন ঘোষণার পরপরই দুটি আসনে বঞ্চিত প্রার্থীদের সমর্থকরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

সাতক্ষীরার চার আসনে বিএনপির মনোনীত প্রার্থীরা: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে আলীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ। সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে সাবেক এমপি কাজী আলাউদ্দিন।  সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির।  

সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ

মনোনয়ন ঘোষণার পর সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ ও আশাশুনি) আসনে কাজী আলাউদ্দিনকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে সোমবার রাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কমিটির সদস্য ও ড্যাব নেতা ডা. শহিদুল আলমের সমর্থকরা।  

কালিগঞ্জের নলতা হাসপাতাল মোড় থেকে শ্লোগানে শ্লোগানে মিছিল বের হয়ে সানি মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সানি মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, বিএনপি নেতা এসএম হাফিজুর রহমান বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।  

বক্তারা কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল করে ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। অন্যথায় বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। এছাড়া ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দিলে আসনটি বিএনপি নিশ্চিতভাবে হারাবে বলে কেন্দ্রীয় নেতৃত্বকে হুঁশিয়ারি দেন বক্তারা।

সাতক্ষীরা-২ আসনে প্রতিবাদ

একইদিন রাতে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে আব্দুর রউফকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মনোনয়ন প্রত্যাশী লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমের সমর্থকরা।  

তারা আব্দুর রউফের মনোনয়ন বাতিল করে আব্দুল আলিমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। বক্তারা বলেন, আব্দুর রউফ বিএনপির বহিষ্কৃত সাবেক নেতা। তাকে মনোনয়ন দিয়ে ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে বেইমানি করা হয়েছে। অবিলম্বে মনোনয়ন প্রত্যাহার করে আব্দুল আলিমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।  

অন্যথায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন সমর্থকরা। আব্দুল আলিমকে মনোনয়ন না দিলে আসনটি বিএনপি হারবে বলে কেন্দ্রীয় নেতৃত্বকে সতর্ক করেন তারা। আন্দোলন চলবে বলে জানান নেতাকর্মীরা।