Image description

গাজীপুরের পূবাইলে অজ্ঞাত (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর অনুমানিক ১১টার দিকে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কের হাড়িবাড়িরটেক এলাকায় কালভার্টের নিচে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয়।

পুলিশ জানায়, খবর পেয়ে থানা পুলিশের টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি কয়েক ঘণ্টা আগে সেখানে ফেলা হয়েছে। মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য লাশটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পূবাইল থানার উপ-পরিদর্শক নাজমুল হক জানান, অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।