Image description

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ১৯ কেজি ওজনের একটি বিশাল কোরাল মাছ ধরা পড়েছে মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে মাছটি ধরা পড়ে। পরে কুয়াকাটা পৌর মৎস্য বাজারে এনে মাছটি ২৫ হাজার ৬৫০ টাকায় বিক্রি করা হয়।

মাছটি প্রতি কেজি ১ হাজার ৩৫০ টাকা দরে কিনে নেন মুসুল্লি ফিশের স্বত্বাধিকারী মো. মোস্তাফিজুর রহমান। তিনি জানান, কুয়াকাটায় বড় মাছের চাহিদা সবসময়ই বেশি। তাই উপকূলীয় এলাকার জেলেদের কাছ থেকে এসব মাছ সংগ্রহ করা হয়। এই মাছটি ঢাকার একজন পর্যটকের কাছে বিক্রি করা হয়েছে।

ব্যবসায়ীরা জানান, এর আগে আগুনমোহনা এলাকায় আল-আমিন মাঝির জালে ধরা পড়েছিল ২৩ কেজি ওজনের আরেকটি কোরাল মাছ, যা ৩৪ হাজার টাকায় বিক্রি হয়েছিল।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সমুদ্রে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা জেলেরা সঠিকভাবে মেনে চলেছে। এর ফলেই এখন বড় মাছ জালে ধরা পড়ছে। আগামী দিনগুলোতেও কোরাল, ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক মাছের ভালো সরবরাহ থাকবে বলে আশা করা হচ্ছে।