Image description

বগুড়ার শাজাহানপুরে মোফাজ্জল হোসেন (৫২) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার গন্ডগ্রাম মিঞাপাড়া ও বনানী বিশ্বরোড সংলগ্ন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিসের পাশে রাস্তার ধারে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

নিহত মোফাজ্জল হোসেন শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি পণ্ডিতপাড়া গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার বিকেলে মোফাজ্জল নিজস্ব ইজিবাইক নিয়ে ভাড়ায় যাত্রী নেওয়ার জন্য বের হয়েছিলেন। রাতে আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পরিবার গিয়ে শনাক্ত করে।

নিহতের ভাতিজা মেহেদী হাসান জানান, তার চাচাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করে গাড়ি, মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে গেছে।

কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আবু সুফিয়ান বলেন, সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের ইজিবাইক ও মোবাইল ফোন পাওয়া যায়নি।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতা বা ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যাকাণ্ডটি ঘটতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।