Image description

চুয়াডাঙ্গার জীবননগরে দরিদ্র কৃষকের ৩শটি ফলন্ত পেয়ারা গাছ কেটে ফেলার অভিযোগে আলমগীর হোসেনকে (৪৩) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

আসামী আলমগীর উপজেলার হরিহরনগরের নতুন মসজিদপাড়ার বাসিন্দা। 

জানা গেছে, গত শনিবার রাতে উপজেলার হরিহরনগর গ্রামের কৃষক জালাল উদ্দীনের ২৫ কাঠা জমিতে আলমগীর ও তার সহযোগীরা ধারালো হাঁসুয়া দিয়ে পেয়ারা গাছ কেটে ফেলে। এতে ওই কৃষকের ৫ লক্ষ টাকার বেশি ক্ষতি হয়। এ ঘটনায় কৃষক জালাল উদ্দীন আলমগীরকে প্রধান আসামী করে জীবননগর থানায় লিখিত অভিযোগ করেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, হরিহরনগরে দরিদ্র কৃষকের ফলন্ত পেয়ারা গাছ কেটে দেওয়ার ঘটনায় জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের প্রেক্ষিতে প্রধান আসামীকে বুধবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে। আসামীর বিরুদ্ধে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।