Image description

খুলনার দাকোপে পানখালি ইউনিয়নের মৌখালী গ্রামে মাঙ্গা নদীর ভয়াবহ ভাঙনে তিনটি পরিবারের বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আকস্মিক এই ভাঙনে ইউনিয়নের ছয়টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে পানখালি ইউনিয়নের মৌখালী গ্রামের গাজী বাড়ির সামনে পাউবো’র ৩১নং পোল্ডারের বেড়িবাঁধে ভয়াবহ ফাটল দেখা দেয়। এর এক-তৃতীয়াংশ বাঁধ মাঙ্গা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে লিয়াকত গাজী, মাহাবুর গাজী ও আমীর আলী গাজীর বসতবাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে গাজী বাড়ি জামে মসজিদসহ বেশ কয়েকটি পরিবার। মাঙ্গা নদীর এই ভাঙনের কারণে মৌখালী, পানখালি, লক্ষিখোলা, খাটাইল, কাটাবুনিয়া এবং হোগলাবুনিয়া গ্রামের প্রায় ২ হাজার পরিবারের ২০ হাজার মানুষ চরম আতঙ্কে ভুগছেন।

পানখালি ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ বলেন, ‘মৌখালী গ্রামে গাজী বাড়ির সামনে মাঙ্গা নদীর ভয়াবহ ভাঙনে বেড়িবাঁধটি অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দ্রুত বিকল্প বাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা এলাকায় এসে বাঁধটি পর্যবেক্ষণ করেছেন। আশা করা হচ্ছে অতি সত্তর পাউবো এ ঝুঁকিপূর্ণ বাঁধটি রক্ষার্থে তারা কাজ শুরু করবেন।’

এ ব্যাপারে খুলনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী গোপাল কুমার দত্ত বলেন, ‘ভাঙন কবলিত স্থানে পানির সেকশন নেওয়া হয়েছে, ডিজাইনের কাজ চলমান আছে। অ্যাসেসমেন্ট এর কাজ শেষ হলে ডাম্পিংয়ের ব্যবস্থা নেয়া হবে।