কচুয়ায় কিশোর কন্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
চাঁদপুরের কচুয়ায় উৎসবমুখর পরিবেশে কিশোর কণ্ঠ ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে কিশোর কণ্ঠ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কচুয়া সরকারি ডিগ্রী কলেজে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় ইবতেদায়ী ও মাধ্যমিকের মোট ৭৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষার কেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন,পারভেজ আহমেদ ও কেন্দ্রের সদস্য সচিব হিসেবে শাকিলা দিলশাদ খানম।
পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন, চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমির এ্যাড.মাসুদুল ইসলাম বুলবুল, বাংলাদেশ জামায়াতে ইসলামের চাঁদপুর-১ কচুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী ও হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আবু নছর আশরাফী, উপজেলা আমির এ্যাডভোকেট মোঃ আবু তাহের মেসবাহ, পৌর আমির শাহ্ মুহাম্মদ জাকিরউল্লাহ শাজুলি প্রমুখ।
কিশোর কণ্ঠ ফাউন্ডেশন পরীক্ষার কেন্দ্রের পরিচালক মো. পারভেজ আহমেদ জানান, সুষ্ঠু, সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে মোট ৭৫০ জন শিক্ষার্থীর পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। সারাদেশে খুব অল্প সময়ের মধ্যেই পরীক্ষা শেষে ফলাফল প্রকাশ করা হবে।
কৃতি শিক্ষার্থীদের মাঝে ফাউন্ডেশনের পক্ষ বিভিন্ন পুরস্কার ও সংবর্ধনা দেওয়া হবে বলেও তিনি জানান।




Comments