নাটোরের বড়াইগ্রামে পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার নগর ইউনিয়নের পাঙ্গিয়ার দিঘী জেলা প্রশাসন ইকো পার্কে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মোস্তফা শামসুজ্জোহা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সারওয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
ইকোপার্কের দিঘীর পাড়ে চাঁদনী রাতে প্রাকৃতিক পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে হরেক রকম পিঠা-পুলির আয়োজন শেষে স্থানীয় ও আদিবাসী শিল্পীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন।




Comments