নীলফামারীর ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে এক পাথর ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী তিস্তা নদীর চরাঞ্চলে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী আইনুল হক উপজেলার খাড়িবাড়ি গ্রামের একাব্বর আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমরাজ্জামান।
তিনি জানান, ‘তিস্তা নদীর পরিবেশ ও স্বাভাবিক প্রবাহ রক্ষা করা অত্যন্ত জরুরি। অবৈধভাবে পাথর উত্তোলন নদীর ক্ষতি করার পাশাপাশি তীরবর্তী জনপদে ভাঙন ও পরিবেশ ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হবে এবং কেউই আইনের ঊর্ধ্বে নয়। অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।’
জব্দকৃত পাথরগুলো আইনানুগ প্রক্রিয়ায় সরকারি হেফাজতে নেওয়া হয়েছে বলে তিনি জানান।
অভিযানে ডিমলা থানা পুলিশ, ৫১ বিজিবি এবং গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Comments