Image description

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে অবহেলিত একটি রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজ শেষে উপজেলার নশংকর শেখবাড়ি জামে মসজিদ সংলগ্ন রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মোল্লা, ইউপি সদস্য মো. রিপন মোল্লা এবং মামুন পেয়াদাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

বক্তারা জানান, কামারখাড়া মেইন রোড থেকে সুলতান শেখের বাড়ি হয়ে নশংকর মতি হালদারের বাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে চরম বেহাল দশায় পড়ে আছে। এটি একটি কাঁচা রাস্তা এবং এর বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হওয়ায় বৃষ্টির পানি জমে থাকে। এতে যানবাহন চলাচল তো দূরের কথা, মানুষ পায়ে হেঁটেও চলাচল করতে পারছে না।

বক্তারা আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থী, কৃষক এবং সাধারণ মানুষকে এই রাস্তার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বছরের পর বছর রাস্তাটি এমন অবস্থায় পড়ে থাকলেও কোনো জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি পড়ছে না। বর্ষার সময় রাস্তাটি কাদা-পানিতে ডুবে যায়, যার ফলে মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কর্দমাক্ত হয়ে যায় এবং বিকল্প রাস্তা না থাকায় ঝুঁকি নিয়েই চলাচল করতে হয়।

মানববন্ধনকারীরা স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কাছে দ্রুত রাস্তাটির সংস্কারে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তারা অভিযোগ করেন, উন্নয়নের নানা প্রকল্পের কথা শোনা গেলেও এই এলাকাটি সবসময় অবহেলিতই থেকে যাচ্ছে। অবিলম্বে রাস্তাটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘব করার জোর দাবি জানান তারা।