Image description

বাংলাদেশে রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হওয়ার ঘোষণা দিলেন নারায়ণগঞ্জ- ২ (আড়াইহাজার) আসনের প্রার্থী ও বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে আড়াইহাজার উপজেলার মঞ্জুরুল ইসলাম স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম আজাদ বলেন, ‘এই আসনে ধানের শীষ কে রেকর্ড সংখ্যক ভোট বিজয়ী করতে হবে। দল আমাকে মনোনয়ন দিয়েছে এটা আড়াইহাজারের জনগণের বিজয় হয়েছে। বাংলাদেশের মধ্যে আড়াইহাজারে ধানের শীষ রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হবে।’ 

তিনি বলেন, ‘এই উপজেলায় দুই- একটি ডাকাতের গ্রাম আছে। আমাদের দল জয়ী হয়ে সরকার গঠন করলে এসব গ্রামের ডাকাতদের পুনর্বাসন করবো। ডাকাত মুক্ত আড়াইহাজার গড়ে তুলবো।’

তিনি আরও বলেন, ‘আড়াইহাজারে কোনো প্রকার মাদক থাকবে না। মাদক প্রতিরোধে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করবো। সবাইকে সাথে নিয়ে আধুনিক আড়াইহাজার উপহার দেব।’

এ সময় আরও আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী মেম্বার, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন